পহেলগামে জঙ্গি হানার প্রতিবাদে দুর্গাপুরে মৌন মিছিল করল আইএনটিইউসি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পহেলগামে জঙ্গি হানার প্রতিবাদে শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে মৌন মিছিল করল আইএনটিইউসি। সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহার নেতৃত্বে এদিন দুর্গাপুরের সিটি সেন্টারে মৌন মিছিল বের হয়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
গান্ধীমোড়ে গান্ধীমূর্তির পাদদেশ থেকে হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল বের হয়। এরপর পুর নিগমের সামনে শহীদ বেদি পর্যন্ত গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায়, হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের কনভেনর রজত দীক্ষিত, অ্যালয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দত্ত প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
আরও খবর: কাশ্মীরে জঙ্গী হানায় মৃত বিতানের দুর্গাপুরের পাড়ায় শোকের ছায়া

