বকেয়া মেটানো সহ মোট ১৬ দফা দাবিতে ডিএসপি-তে বিক্ষোভ করল আইএনটিইউসি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বকেয়া মেটানো সহ মোট ১৬ দফা দাবিতে বুধবার ডিএসপি-তে বিক্ষোভ করল আইএনটিইউসি অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’। জাতীয় বেতন চুক্তির মউ অনুযায়ী বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়া, ৩৯ মাসের এরিয়ার মিটিয়ে দেওয়া, শূণ্য পদে নিয়োগ সহ মোট ১৬ দফা দাবিতে সিজিএম (কোক ওভেন) কার্যালয়ের সামনে গণ কনভেনশনের আয়োজন করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
সংগঠনের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত জানান, দীর্ঘ দিন ধরে ডিএসপি কর্মীদের ন্যায্য দাবিগুলি সেইল কর্তৃপক্ষের কাছে আন্দোলনের মাধ্যমে তাঁরা তুলে ধরছেন। কিন্তু কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। ডিএসপির আধুনিকীকরণ ও সম্প্রসারণে স্থানীয় বেকারদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তিনি। ১৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি সিজিএম ( সিওসিসি) ভাস্কর প্রসাদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি রাণা সরকার, যুগ্ম সম্পাদক রবীন গাঙ্গুলী, কৌশিক ব্যানার্জী, শুভঙ্কর বোস, উৎপল দে প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
