বিধায়কের কড়া অ্যাকশন – বন্ধ রাস্তার কাজ!

ঠিকাদারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে প্রশাসন?
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাস্তা মেরামতির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরব হলেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর বিধানসভা এলাকায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত একাধিক রাস্তার মেরামতির কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপি মোড় থেকে হেতেডোবা পর্যন্ত রাস্তার কাজ পরিদর্শনে গিয়েছিলেন তিনি। বিধায়ক লক্ষ্য করেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি কাজ বন্ধের নির্দেশ দেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিধায়কের বক্তব্য, “গত ২৫ বছরে এমন বর্ষা দেখা যায়নি। বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে ধাপে ধাপে মেরামতির কাজ চলছে। কিন্তু মানুষের টাকায় হওয়া প্রকল্পে নিম্নমানের কাজ একেবারেই বরদাস্ত করা হবে না। তাই আমি কাজ বন্ধ করে দিয়েছি।” এই প্রকল্পের দায়িত্বে রয়েছেন ঠিকাদার গঙ্গা বিশ্বাস। ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “আমি বর্তমানে বাইরে আছি। বিষয়টি আমার জানা নেই। তবে বিধায়ক যদি ভুল ধরেছেন, নিশ্চয়ই ত্রুটি রয়েছে। তা নিশ্চয়ই সংশোধন করা হবে।” স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু কাজ বন্ধ করলেই হবে না, ঠিকাদারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া উচিত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
