গরু কান্ডে জেমুয়ায় দৌড়ে এলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকায় গরু বোঝাই পিকআপ ভ্যান আটকে জেমুয়ার কয়েকজনকে মারধর করা, দড়ি বেঁধে কান ধরে উঠবস করানো এবং কান ধরে রাস্তা দিয়ে হাঁটানোর অভিযোগ উঠেছিল বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বেশ কিছু বিজেপি কর্মীর বিরুদ্ধে। পুলিশ দুই অভিযুক্ত দীপক দাস ও আনিস ভট্টাচার্যকে গ্রেফতার করেছে। পারিজাত সহ বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানান পুলিশ কমিশনার সুনীল চৌধুরী।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
শনিবার জেমুয়ায় আক্রান্তদের সঙ্গে দেখা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সাত দিনের মধ্যে পারিজাতকে গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, ‘শ্মশানে থাকুক বা কবরে, সাত দিনের মধ্যে গ্রেফতার করতে হবে। দলের যুবনেতার কর্মকাণ্ডের নিন্দা, ধিক্কার জানানো উচিত ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা উচিত ছিল। আমরা ধর্মীয় বিভেদ হতে দেব না। অন্যায় হলে প্রতিবাদ হবে। পুলিশকে কঠোর হতে হবে।” পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “আমরা থানায় অভিযোগ করেছিলাম। পুলিশ ২৪ ঘন্টার মধ্যে দুজনকে গ্রেফতার করেছে। এই অন্যায় ঘটনার সবাই বিরোধিতা করবেন। তাই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও ছুটে এসেছেন।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

