পৌনে দু’কোটি টাকা ব্যয় করে ইসকনের রথযাত্রা উৎসব

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রায় পৌনে দু’কোটি টাকা ব্যয় করে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে ইসকনের রথযাত্রা উৎসব আয়োজিত হবে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ইসকনের প্রধান সেবাইত ঔদার্য্য চন্দ্র দাস। আগামী ২৭ জুন রথযাত্রা। তিনি জানান, রাঢ়বঙ্গের মাটিতে এবারই প্রথম আলাদা আলাদা রথে যাবেন প্রভু জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। সেজন্য প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে তিনটি রথ নির্মাণ করা হয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুরের ইসকনের রথযাত্রা উৎসবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষের সমাগম হয়। রথযাত্রার দিন আলাদা আলাদা রথে চেপে আকবর রোডের অস্থায়ী মাসির বাড়িতে রওনা দেবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথযাত্রার দিন থেকে উল্টো রথ পর্যন্ত সেখানে হাজার হাজার ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। চলবে নানা ভক্তিমূলক অনুষ্ঠান। সব মিলিয়ে ব্যয় হবে পৌনে দু’কোটি টাকা। উৎসব নির্বিঘ্নে আয়োজনের জন্য বাড়তি নজরদারি চালাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

