বাসে হিন্দিতে লেখা ‘জয় শ্রীরাম’ ঢেকে দেওয়া হল সাদা কাগজে! বিতর্ক দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বাসের সামনে হিন্দিতে লেখা ‘জয় শ্রীরাম’ ঢেকে দেওয়া হল সাদা কাগজে! বিতর্ক পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। প্রান্তিকা থেকে দুর্গাপুর রুটের এক বেসরকারি বাসের সামনের কাচে হিন্দি ভাষায় লেখা ছিল ‘জয় শ্রীরাম’। সেই লেখার উপরে সাঁটা হলো সাদা কাগজ। বাংলা পক্ষের দাবি, “বাংলার বুকে আগে বাংলায়, তারপর অন্য ভাষা।”
বাসের চালক প্রবীর কুন্ডু বলেন, “২৫ বছর ধরে এই রুটে গাড়ি চালাই। কখনও এরকম হয়নি। হিন্দি লেখার কারণে তারা সাদা কাগজ লাগিয়ে দিল। আমাকে অনুরোধও করেছে, আগে বাংলায় লিখতে। পরে ইংরেজি বা অন্য ভাষা থাকুক, তাতে আপত্তি নেই।” বাংলা পক্ষের সদস্য চঞ্চল বণিক জানালেন, “আমাদের আন্দোলন কোনও স্লোগানকে কেন্দ্র করে নয়। আমরা চাই, আমাদের রাজ্যে বাংলাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হোক। বিহার বা উত্তরপ্রদেশ থেকে মানুষ পরিষেবা নিতে আসতেই পারেন, তাতে আপত্তি নেই। কিন্তু আমরা বাঙালি হয়েও যদি বাংলার বুকে বাংলাকে পিছিয়ে দিই, তা মানা যায় না।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, “আসলে তৃণমূলের মদতেই এভাবে ‘জয় শ্রীরাম’ এর বিরোধিতা করা হচ্ছে। বাংলায় স্লোগান চাপিয়ে দিয়ে অন্য ভাষা মুছে ফেলা হচ্ছে।” পাল্টা কটাক্ষ করে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বরো চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রমা প্রসাদ হালদার বলেন, “বাংলা পক্ষ নিজেদের মতো আন্দোলন করছে। কিন্তু বিজেপি সবেতেই রাজনীতি খুঁজে বেড়াচ্ছে। অন্য রাজ্যে যখন বাঙালিদের উপর আক্রমণ হয়, তখন তো বিজেপির কোনও নেতা মুখ খোলেন না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
