এক সময় ২৬ জানুয়ারি দিনটি ছিল ‘স্বাধীনতা দিবস’!

দুর্গাপুর দর্পণ ডেস্ক : পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে ১৯২৯ সালের বর্ষশেষে পূর্ণ স্বরাজ আনার শপথ গ্রহণ করা হয়। পরেceর বছর অর্থাৎ ১৯৩০ সালের ২৬ জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে দেশ যখন স্বাধীনতা অর্জন করল, তখন থেকে সেই দিনটিই স্বাধীনতা দিবসের মর্যাদা পেল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
স্বাধীনতার প্রায় আড়াই বছর পর তৈরি হল দেশের সংবিধান। সংবিধান কার্যকরী করা হল ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। এরপর থেকে সেই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হল। এই দিনে দিল্লির রাজপথে কুচকাওয়াজ, বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিভিন্ন রাজ্যের রাজধানীতেও শোভাযাত্রা বের হয়। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
