
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর শহরে জন্ডিসের প্রকোপ। আক্রান্ত ৫৮ জন। দুর্গাপুর নগর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের পাঁড়দহি ও হরি বাজারে জন্ডিসের প্রকোপ দেখা দিয়েছে ৭ মার্চ থেকে। এলাকায় বাড়তি নজরদারি স্বাস্থ্য দফতরের। দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই দুই এলাকায় পেটে ব্যাথা এবং জ্বর হওয়ার খবর পেয়ে শুরু হয় রক্তের নমুনা পরীক্ষার কাজ।
তারপর থেকে ১০০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৫৮ জনের শরীরে হেপাটাইটিস-এ জীবাণু পাওয়া যায়। ৭জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের বাড়িতে রেখেই চিকিৎসা চলছে। নজর রাখছে চিকিৎসক দল। কলকাতার স্বাস্থ্য ভবন থেকেও প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করে গিয়েছে। এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হচ্ছে। তারপর থেকে প্রতিদিনই এলাকায় স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জানা গিয়েছে, দুটি এলাকাতেই নজরদারি চলছে। ৬জনের অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। একজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। যাদের বাড়িতে রেখে চিকিৎসা চলছিল তারা অধিকাংশ সুস্থ হয়ে গিয়েছে। নগর নিগমের স্বাস্থ্যকর্মী দীপা মন্ডল বলেন, “জ্বর, পেটে ব্যথা হচ্ছিল এলাকায়। জন্ডিসের উপসর্গ থাকায় দুটি এলাকারই বাসিন্দাদের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগই সুস্থ। একজন হাসপাতালে ভর্তি রয়েছে। আমাদের নজরদারি চলছে এলাকা দুটিতে। বাড়িতে বাড়িতেও যাচ্ছি অসুস্থদের খোঁজ নিতে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
