ধরা পড়ার পরে ছাড়া পেয়ে ফের গাছ কেটে পাচারের চেষ্টা দুষ্কৃতীদের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিশ্ব বসুন্ধরা দিবসে কদম গাছ কেটে পাচারের ছক! পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার পানাগড়ের ঘটনা। কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস বন দফতরের। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সহ-সভাপতি রমন শর্মার অভিযোগ, পানাগড়ের ভাঙাবাঁধে পূর্ত দফতরের জমিতে দুটি কদম গাছ ছিল। মঙ্গলবার সকালে একটি কদম গাছ কাটা হয়েছিল। আরেকটি কদম গাছ অর্ধেকটা কাটা হয়েছিল। বন দফতরের কাছে কোনও অনুমতি না নিয়েই কাজ কাটছিল।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
খবর পেয়ে তিনি প্রতিবাদে সামিল হন। তখন বাইক ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। বুদবুদ থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাইকটি আটক করে নিয়ে যায়। পানাগড়ের রেঞ্জার প্রণব কুমার দাস বলেন, “সকালেই খবর পেয়েছিলাম কেউ অবৈধভাবে গাছ কাটছিল। আমরা খবর পেয়ে দুজনকে ধরে আনি। তাদের মুচলেকা নিয়ে এবং জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। পরে তারাই আবার সেই গাছগুলি পাচারের চেষ্টা করছিল। আমাদের কর্মীরা আবার যাওয়ার পরে ওরা পালিয়ে যায়। ওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পূর্ত দফতরের জমির গাছ হওয়ায় সেগুলি পূর্ত দফতর নিয়ে নেবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )
আরও খবর: ভয়াবহ ঘটনা, দুর্গাপুরে উল্টে গেল অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার, আতঙ্ক চরমে

