![book published](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-05-at-21.28.41.jpeg?fit=532%2C1152&ssl=1)
দুর্গাপুর: কলকাতা বইমেলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল দুর্গাপুর রম্যবীণার সহ সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল দাসের লেখা ‘লিভিং অন দ্য এজ’ (Living on the edge) বইটি। বই প্রকাশ উপলক্ষে বইটির প্রকাশক ‘প্রিয়া বুকস্’- এর স্টলে (নং -৪৯১) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন দূরদর্শন ব্যক্তিত্ব শঙ্করলাল ভট্টাচার্য ও ইন্দ্রানী ভট্টাচার্য। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন আইজি ড. নজরুল ইসলাম, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন প্রমুখ। কাজলবাবু একজন অবসরপ্রাপ্ত ডিএসপি আধিকারিক। তিনি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি সঙ্গীত চর্চাও করেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
![বইমেলায় প্রকাশিত হল কাজল দাসের লেখা বই 'লিভিং অন দ্য এজ'](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-05-at-21.28.41.jpeg?w=180&ssl=1)