রেকর্ড সময়ে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করলেন কালনার সাঁতারু সায়নী দাস

রেকর্ড সময়ে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করলেন কালনার সাঁতারু সায়নী দাস
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পূর্ব বর্ধমানের কালনার সাঁতারু সায়নী দাস জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেছেন রেকর্ড সময় ৩ ঘণ্টা ৫১ মিনিটে। এই খবরে খুশির হাওয়া পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B C Roy Engineering College (BCREC) তে। কলেজের ২৫ বছর উপলক্ষে আয়োজিত সম্প্রতি এক অনুষ্ঠানে আন্তর্জাতিক সাঁতারু সায়নী দাস ও প্রতিবন্ধী পর্বতারোহী উদয় কুমারকে সংবর্ধনা দেওয়া হয়। দু’জনকেই ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়। এছাড়া জিব্রাল্টার অভিযানের জন্য সায়নীকে আর্থিক সাহায্য দেন কলেজ কর্তৃপক্ষ। সায়নি বলেন,” কলেজ কতৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই অভিযান যথেষ্ট কঠিন ছিল। তাঁরা আমার পাশে ছিলেন, এ জন্য আমি কৃতজ্ঞ।”

সায়নী ২০১৭-এ ইংলিশ চ্যানেল জয় করেন। পরে একে একে তিনি অতিক্রম করেছেন ক্যাটালিনা, রটনেস্ট, মলোকাই, কুক স্ট্রেট ও নর্থ চ্যানেল। দেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে নর্থ চ্যানেল জয় করেন তিনি। এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে পাঁচটি চ্যানেল জয় করেছেন সায়নী। ইংলিশ চ্যানেল পার হওয়ার পরেই তিনি ঘোষণা করেছিলেন, তাঁর লক্ষ্য সপ্তসিন্ধু জয়। সায়নীর পরবর্তী লক্ষ্য ছিল স্পেনের জিব্রাল্টা। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

শুক্রবার ভারতীয় সময় বিকাল সাড়ে ৫টা নাগাদ সায়নী আমেরিকার দুই সাঁতারু রিয়ন উৎসুমি এবং সুজানে হেইমের সঙ্গে স্পেনের তারিফা থেকে যাত্রা শুরু করেন তিনি। রেকর্ড ৩ ঘণ্টা ৫১ মিনিট সময়ে তিনি জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন বলে জানান তাঁর বাবা রাধেশ্যাম দাস। সায়নীর পরবর্তী লক্ষ্য হল জাপানের সুগারু। তা হয়ে গেলেই সপ্তসিন্ধু জয় সম্পূর্ণ হবে তাঁর। সায়নীর এই সাফল্যে খুশি BCREC কলেজ কর্তৃপক্ষ। কলেজ সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য বলেন, “সায়নীর সাফল্যে আমরা গর্বিত।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

 

error: Content is protected !!