ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা দান করে দুর্গাপুরে শুরু হল কল্পতরু মেলা

ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা দান করে দুর্গাপুরে শুরু হল কল্পতরু মেলা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুরবুধবার ১ জানুয়ারি থেকে দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকার মাঠে শুরু হল ৪৪ তম কল্পতরু উৎসব। উদ্বোধনের দিনেই মেলা কমিটি রাজ্য সরকারের ত্রাণ তহবিলে দিল ২০লক্ষ টাকা। সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন রাজ্যের আইন, বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারপার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, প্রশাসকমন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, মেলা কমিটির সম্পাদক বিপ্লব বসু ঠাকুর প্রমুখ।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

এবারের মেলার প্রধান আকর্ষণ দক্ষিণ ভারতের বিষ্ণুমমন্দিরের আদলে তৈরি গেট। বুধবার সন্ধ্যা থেকে জেলার বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হচ্ছে। মেলায় বসেছে প্রায় ২৫০টি স্টল। রয়েছে বই মেলা, কৃষি মেলা। মেলায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজরদারি চালাচ্ছে কোকওভেন থানার পুলিশ। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের দুই মন্ত্রী তাঁদের বক্তব্যে বলেন, “আজকের দিনেই ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, সবার  চৈতন্য হোক। ঠাকুরের কথাকে সামনে রেখে শুরু হল এই বছরের কল্পতরু উৎসব।” এই মেলাকে ঘিরে উন্মাদনা গোটা এলাকাবাসীর মধ্যে। কল্পতরু উৎসব কমিটি প্রতি বছরের মতো এবছরও ২০ লক্ষ টাকার চেক তুলে দিল রাজ্য সরকারের ত্রাণ তহবিলে। মেলা কমিটি বরাবর মেলা পরিচালনার সঙ্গে এলাকার উন্নয়নের কাজও করে থাকে বলে জানান উদ্যোক্তারা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা দান করে দুর্গাপুরে শুরু হল কল্পতরু মেলা
News
ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা দান করে দুর্গাপুরে শুরু হল কল্পতরু মেলা
:
এবারের মেলার প্রধান আকর্ষণ দক্ষিণ ভারতের বিষ্ণুমমন্দিরের আদলে তৈরি গেট। বুধবার সন্ধ্যা থেকে জেলার বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হচ্ছে। মেলায় বসেছে প্রায় ২৫০টি স্টল। রয়েছে বই মেলা, কৃষি মেলা।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!