কাঁকসার ৬ বছরের খুদের বিশ্বমঞ্চে নজরকাড়া সাফল্য

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসার ৬ বছরের খুদের বিশ্বমঞ্চে নজরকাড়া সাফল্য। রানার্স-আপ খেতাব জিতল খুদে শ্রিয়া গরাই। ভিয়েতনামে অনুষ্ঠিত জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফাইনাল ২০২৫-এ ভারতের প্রতিনিধি হিসাবে শ্রিয়া দখল করল দ্বিতীয় স্থান। বিশ্বজয় থেকে সামান্য দূরে থাকলেও তার প্রতিভা, আত্মবিশ্বাস ও মঞ্চে সাবলীল উপস্থিতি তাক লাগিয়ে দিয়েছে বিচারকদের। আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে তার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেয়। ব্যক্তিত্ব, উপস্থাপনা ও প্রতিভার দুর্দান্ত প্রকাশ ঘটিয়ে শ্রিয়া ছিনিয়ে নিয়েছে রানার্স-আপ খেতাব। এত কম বয়েসে আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্য নিঃসন্দেহে গর্বের। দেশের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে যাচ্ছে শ্রিয়ার ঘরে। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে অভিনন্দনের ঢল। শ্রিয়ার মা পম্পি গরাই বলেন, “মেয়ের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। আগামী দিনে মেয়ে আরও এগিয়ে যাক, সেটাই কামনা করি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
