বেয়াইয়ের শেষকৃত্য সম্পন্ন করতে শ্মশানে গিয়ে নিখোঁজ কাঁকসার হোটেল ব্যবসায়ী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বেয়াইয়ের শেষকৃত্য সম্পন্ন করতে শ্মশানে গিয়ে নিখোঁজ পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার হোটেল ব্যবসায়ী। ৫ মার্চ রাজবাঁধ রেলপাড়ের ষাটোর্ধ কিরিটি ঘোষ তাঁর বেয়াইয়ের শেষকৃত্য সম্পন্ন করতে বাঁশকোপায় শ্মশানে যান। রাতে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকজন। সকাল থেকে শুরু হয় খোঁজাখুঁজি। কোনও আত্মীয় স্বজনের বাড়িতে না থাকায় চিন্তিত হয়ে পড়েন সবাই।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
গত ৭ মার্চ কাঁকসা থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। তাঁর ছেলে উজ্জ্বল ঘোষ বলেন, “বাবা কোথায় গেল ভেবে কুল পাচ্ছি না। এলএনটি মোড়ে বাবার একটি হোটেল রয়েছে। আমার শ্বশুরমশাইকে দাহ করতে গিয়ে বাবা নিখোঁজ হয়ে যান। আমরা চরম দুশ্চিন্তায় রয়েছি। আত্মীয় স্বজনদের সবার বাড়িতে খোঁজাখুঁজি করা হয়ে গিয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
