কপিলদেবের কাছে ফোন গেল দুর্গাপুর থেকে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মহকুমাশাসকের কার্যালয় থেকে বুধবার ফোন গেল ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব নিখাঞ্জের কাছে। সেই বছর এই দিনেই বিশ্বজয় করেছিল কপিলের টিম। যে টিমের অন্যতম সদস্য ছিলেন বর্তমানে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। এদিন দুর্গাপুরের মহকুমাশাসকের কার্যালয়ে দূষণ সংক্রান্ত বৈঠক ডেকেছিলেন সাংসদ। ছিলেন জেলাশাসক পন্নমবলম এস, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধিরা।
বৈঠকে শিল্প কারখানার প্রতিনিধিদের সাংসদ সাফ জানিয়ে দেন, পরিবেশ রক্ষা করতে শিল্প গড়ার সময় বা শিল্প সম্প্রসারণ করার সময় গাছ কাটা যাবে না। গাছ অন্যত্র প্রতিস্থাপনের ব্যবস্থা করতে হবে। যদি তারপরেও গাছ কাটতে হয় তা যেন বন দফতরের অনুমতি নিয়ে কাটা হয়। সাংসদ বলেন, “শিল্প আমাদের রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শিল্প সংস্থাকেও তার দায়িত্ব গুরুত্ব দিয়ে পালন করতে হবে। দূষণের হাত থেকে রক্ষা করতে হবে দেশ ও পৃথিবীকে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বৈঠক শেষ হতেই ১৯৮৩ সালের বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দলের ছবি সম্বলিত একটি কেক কেটে বিজয় উদযাপন করা হয়। এরপর কীর্তি আজাদ কপিল দেবকে ফোন করেন। তিনি বলেন, “ক্যাপ্টেন, আমি আমার নির্বাচনী ক্ষেত্রে আছি। জেলাশাসক, মহকুমাশাসক সহ অনেকে আছেন। সবার তরফ থেকে জেলাশাসক তোমাকে অভিনন্দন জানাতে চান।” কপিলদেব তখন বলেন, “সবাইকে ধন্যবাদ জানাই। জেলাশাসককে বোলো আমাদের হয়ে সবাইকে লাড্ডু বিতরণ করতে।” জেলাশাসক কপিলদেবের সঙ্গে কথা বলেন। তাঁকে বিশ্বকাপ জয়ী টিমকে নিয়ে দুর্গাপুরে আসার আমন্ত্রণ জানান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

