দুর্গাপুরে খাদি মেলা শুরু হল, চলবে ৭ দিন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গান্ধী ময়দানে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৭ দিনের স্পেশাল খাদি প্রদর্শনী। খাদি গ্রামোদ্যোগ ভবন, খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের উদ্যোগে শুরু হল এই প্রদর্শনী। উদ্বোধন করেন নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম। উপস্থিত ছিলেন বেঙ্গল ফেডারেশন অফ সার্টিফায়েড খাদি ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক নিত্যানন্দ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। মেলায় প্রায় ২৫টি স্টল রয়েছে। ১২ মার্চ পর্যন্ত চলবে এই মেলা। বিভিন্ন জেলা থেকে খাদির পসরা নিয়ে এসেছেন শিল্পীরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
Highlight

News
দুর্গাপুরে খাদি মেলা শুরু হল, চলবে ৭ দিন
:পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গান্ধী ময়দানে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৭ দিনের স্পেশাল খাদি প্রদর্শনী।
Published By
Arpita Majumder
Durgapur Darpan