কল্পতরু মেলার খুঁটিপুজো হয়ে গেল মঙ্গলবার
দুর্গাপুর: মঙ্গলবার খুঁটিপুজোর মাধ্যমে কল্পতরু উৎসবের সূচনা হল। দুর্গাপুরের গ্যামন ব্রিজ মাঠে এদিন দুপুরে খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, সদস্য রাখি তিওয়ারি, দীপঙ্কর লাহা, মেলা কমিটির সম্পাদক বিপ্লব বসু ঠাকুর প্রমুখ। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “প্রত্যেক বছরের মতো এ বছরও কল্পতরু উৎসব চলবে ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হবে। বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান হবে। মেলা থেকে যা হবে তা দিয়ে এলাকায় উন্নয়নমূলক কাজ করা হবে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

কল্পতরু মেলার খুঁটিপুজো হয়ে গেল মঙ্গলবার
প্রত্যেক বছরের মতো এ বছরও কল্পতরু উৎসব চলবে ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হবে। বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান হবে।
Published By
Arpita Majumder
Durgapur Darpan


