দুর্গাপুজোর আবহে দুর্গাপুরে শ্যামাপুজোর খুঁটি পুজো

দুর্গাপুজোর আবহে দুর্গাপুরে শ্যামাপুজোর খুঁটি পুজো
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুজোর আবহে শুরু হল শ্যামাপুজোর খুঁটি পুজো। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সি-জোনের মহাবীর ইউনাইটেড ক্লাব এবারের কালীপুজোয় ২২ তম বর্ষে সাজছে এক অভিনব থিমে। রাজস্থানের এক বিখ্যাত মন্দিরের আদলে গড়ে তোলা হবে মন্ডপ। প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় হবে। রবিবার খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, পুর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি, দীপঙ্কর লাহা প্রমুখ। ক্লাব উদ্যোক্তাদের দাবি, প্রতি বছর থিমের নতুনত্ব দিয়ে দুর্গাপুরবাসীর মন জয় করে থাকে তাঁদের এই পুজো। এবারের থিমও দুর্গাপুরবাসীর কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে তাঁদের আশা।

error: Content is protected !!