দুর্গাপুর: আর কলকাতা বা ভিন রাজ্য নয়। এখন থেকে কিডনি প্রতিস্থাপন করা যাবে দুর্গাপুরেই। সম্প্রতি মিশন হাসপাতাল এই কৃতিত্ব অর্জন করেছে। আসানসোলের ডিসেরগড়ের পার্থ চট্টোপাধ্যায় কিডনির রোগে ভুগছিলেন। তাঁর বাবা উজ্জ্বলবাবু তাঁর একটি কিডনি ছেলেকে দান করার সিদ্ধান্ত নেন। গত ১৫ সেপ্টেম্বর সেই কিডনি ছেলের শরীরে সফল ভাবে প্রতিস্থাপন করার সাফল্য অর্জন করে মিশন হাসপাতাল।
কলকাতার বাইরে দক্ষিণবঙ্গের সেরা হাসপাতাল হিসাবে নাম কুড়িয়েছে মিশন হাসপাতাল। হাসপাতালের নেফ্রোলজি বিভাগ কিডনির অনেক জটিল রোগ ও সমস্যার সফল চিকিৎসা করলেও এতদিন কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীদের যেতে হত কলকাতা বা অন্য রাজ্যে। এই সমস্যা মেটাতে উদ্যোগী হন হাসপাতাল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ১৫ সেপ্টেম্বর সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করার মাধ্যমে হাসপাতালের মুকুটে যোগ হল আরও একটি গৌরবোজ্জ্বল পালক।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই সাফল্যের পিছনে নেফ্রোলজি বিভাগের ডা. দীপক কুমার ও ডা. রবি রঞ্জন সৌ মন্ডল সহ হাসপাতালের সংশ্লিষ্ট সব বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। প্রতিস্থাপন পরবর্তী জটিলতা কেটে যাওয়ার পরে গত ১ অক্টোবর রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সুস্থ হয়ে বাড়ি যাওয়ার সময় তিনি কৃতজ্ঞতা জানান মিশন হাসপাতালের চেয়ারম্যান ডা. সত্যজিৎ বসু, ডা. রবি রঞ্জন সৌ মন্ডল সহ হাসপাতালের কর্মীদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অনেক কম খরচে এখানে কিডনি প্রতিস্থাপনের সুযোগ মিলবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।