Durgapur: তৃণমূলের হয়ে সপাটে ব্যাটিং শুরু করলেন কীর্তি আজাদ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ মার্চ ২০২৪: বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad) এখন রয়েছেন শ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে। এসেই তৃণমূলের হয়ে সপাটে ব্যাটিং শুরু করে দিয়েছেন কীর্তি। শুরু করেছেন জনসংযোগ। মঙ্গলবার দুর্গাপুর ক্রিকেট ক্লাবের মাঠে (ডিসিসি) নেমে যেমন ছক্কা হাঁকালেন তেমনই বিজেপির বিরুদ্ধেও সপাটে ব্যাট চালালেন কীর্তি।

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলেছিলেন, সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে ঢুকবে। দু’কোটি বেকারের চাকরি হবে। রান্নার গ্যাসের দাম কমবে। হয়েছে তার উল্টো। এই রাজ্যে গত বিধানসভায় ২০০ এর বেশি আসনে পাবে বলেছিল বিজেপি। একশোর গন্ডীও পেরোয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন। তাই তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। লোকসভা নির্বাচনেও এই রাজ্যের মানুষ বিজেপিকে মুখের মতো জবাব দেবেন।’’

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

এদিন ডিসিসি মাঠে ব্যাট হাতে নেমে বেশ কয়েকটি ছক্কা ও চার মারেন। খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতায় মাতেন। উৎসাহ দেন। সঙ্গে ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ১ এক নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ প্রমুখ।

আরও পড়ুন-বিজেপির পরে এবার কি তৃণমূলের সাংসদ হওয়ার পথে বিশ্বকাপজয়ী ক্রিকেটার?

কীর্তি কি লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন? তিনি বলেন, ‘‘ব্রিগেডে জনগর্জন সভায় যোগ দেওয়ার আহ্বান জানাতে তিনি দুর্গাপুরে এসেছেন।’’ তবে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কীর্তি আজাদকেই প্রার্থী করবে, এমন জল্পনা শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘‘লোকসভা নির্বাচনের আগে রাজ্যের অনেক তৃণমূল নেতা-নেত্রী বিজেপিতে যোগ দেবেন। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র বিজেপির গড়। এখানে তৃণমূল যত প্রচারই করুক, জয় পাবে বিজেপি।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!