দিলীপ ঘোষের বিয়ের খবরে কীর্তি গাইলেন ‘মেরে ইয়ার কি সাদি হে’

দিলীপ ঘোষের বিয়ের খবরে কীর্তি গাইলেন ‘মেরে ইয়ার কি সাদি হে’
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের লড়াই ছিল হাড্ডাহাড্ডির। তবে, লোকসভা কেন্দ্র দখলে রেখেছেন কীর্তি আজাদ। তবে, দিলীপ ঘোষের বিয়ের খবর পেয়ে আনন্দে আত্মহারা হলেন তিনি। সকাল সকাল তাঁকে দেখা গেল একেবারে অন্য মুডে!

দিলীপের বিয়ের খুশিতে নাচলেন, গাইলেন আর মিষ্টি বিলিও করতে দেখা গেল তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে। দিলীপকে জানালেন উষ্ণ অভিনন্দন। দিলীপের বিয়ের দিনে কীর্তির সাথে আনন্দে মজলেন তৃণমূলের নেতা, কর্মীরাও। ২০২৪ লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ আর তৃণমূলের প্রার্থী হয়েছিলেন কীর্তি আজাদ। দুই যুযুধান প্রতিপক্ষ একে অপরকে তীব্র আক্রমণ করলেও দুজন দুজনকে কোনও অশালীন মন্তব্য করেননি।

নির্বাচনের দিন বর্ধমানে দুই প্রতিপক্ষের মুখোমুখি হয়ে কোলাকুলি করতেও দেখা যায়। নির্বাচনে অবশ্য কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছিলেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সন্ধ্যায় কলকাতার নিউটাউনের বাড়িতে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন দিলীপ ঘোষ। সেই খবর পেতেই বর্ধমান-দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ উল্লাসে মাতলেন। ‘মেরে ইয়ার কি সাদি হে’, গানের তালে গলা মেলালেন এবং নাচলেন। তৃণমূল কর্মীদের মিষ্টিমুখ খাওয়ার ব্যবস্থা করলেন। একসাথে তৃণমূল কর্মীদের সাথে বসে চাও খেলেন। তারপরেই তিনি বললেন,”নতুন বৌদি আর দিলীপদাকে হার্দিক অভিনন্দন। নতুন জীবন সুখের হোক। আমরা একে অপরে রাজনৈতিক বিরোধ থাকলেও বিবাহ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দিলীপদার বিবাহ নিয়ে শুভেচ্ছা জানানো আমার কর্তব্য। আমি আশা করব এরপর থেকে দিলীপদা জয় সিয়ারাম বলবেন।”

error: Content is protected !!