রবীন্দ্র-নজরুল স্মরণ সন্ধ্যার আয়োজন করল ‘কথা ও কাহিনী’ এবং ‘ভানুচক্র’

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত ২ অগস্ট সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে রবীন্দ্র-নজরুল স্মরণ সন্ধ্যার আয়োজন করে ‘কথা ও কাহিনী’ এবং ‘ভানুচক্র’। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মরণে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমবেত ও একক সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, রবীন্দ্রনাথের ‘ভুল স্বর্গ’ কবিতা অবলম্বনে নাটক, গুণীজন সম্বর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, শিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, সাহিত্যিক ও গল্পকার সৌম্য শংকর বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক ড. শর্মিষ্ঠা দাস প্রমুখ। তাঁদের সবাইকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন হৃদয় সাঁই। সহযোগিতা করেন জয়িতা সাঁই ও অন্যান্যরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

