দুর্গাপুর শহরের ভিতরে রমরমিয়ে চলছে দেদার মাটি চুরির কারবার

দুর্গাপুর শহরের ভিতরে রমরমিয়ে চলছে দেদার মাটি চুরির কারবার
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরের ভিতরে দেদার মাটি চুরির কারবার রমরমিয়ে চলছে। ডিএসপি টাউনশিপের বি-জোনের শোভাপুর এলাকায় মাটি চুরির অভিযোগ দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ ও দুর্গাপুর মহকুমা শাসককে মেল মারফত জানিয়েছেন সমাজ কর্মী অমিতাভ বন্দ্যোপাধ্যায়। মাটি চুরি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে শহরে।

কী ভাবে চলছে এই মাটি চুরি? রাষ্ট্রয়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার বেশ কিছু জমি রয়েছে শোভাপুর অঞ্চলে। ওই জমিতে চাষবাস করে কিছু মানুষজন জীবিকা নির্বাহ করে। চাষের জমি সমতল করার নামে ট্রাক্টরে করে দিনে দুপুরে মাটি চুরি শুরু হয়েছে। সেই মাটি বিক্রি করা হচ্ছে অন্যত্র। কার নির্দেশে চলছে মাটি কাটার কাজ? মাটি কাটার কাজে যুক্ত শ্রমিকরা বলছেন, শিবাজী নামে জনৈক এক ব্যাক্তির নাম।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

কে এই শিবাজী? বি জোনের উইলিয়াম কেরী রোডে একটি দোকান রয়েছে শিবাজীর। তার সাফাই, চাষের জমি সমতল করার জন্য তিনি মাটি কাটার কথা বলেছিলেন। এই মাটি যে ট্রাক্টরে করে বেড়িয়ে যাচ্ছে, তা তিনি জানেন না। জমি যে তাঁর নয়, জমি দুর্গাপুর ইস্পাত কারখানার সেটাও তিনি স্বীকার করে নিয়েছেন। কী ভাবে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেদার মাটি কাটা চলছে? প্রশ্ন অভিযোগকারী অমিতাভবাবুর। স্থানীয় শাসক দলের মদত ছাড়া এই কাজ করার সাহস কারওর নেই, অভিযোগ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের। অভিযোগ ভিত্তিহীন দাবি করে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
দুর্গাপুর শহরের ভিতরে দেদার মাটি চুরির কারবার
News
দুর্গাপুর শহরের ভিতরে দেদার মাটি চুরির কারবার
:
রাষ্ট্রয়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার বেশ কিছু জমি রয়েছে শোভাপুর অঞ্চলে। ওই জমিতে চাষবাস করে কিছু মানুষজন জীবিকা নির্বাহ করে। চাষের জমি সমতল করার নামে ট্রাক্টরে করে দিনে দুপুরে মাটি চুরি শুরু হয়েছে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!