ভর সন্ধ্যায় বার্নপুরে দুষ্কৃতী হামলায় জখম জমি কারবারি
 
						দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) হিরাপুর থানার বার্নপুরে দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছেন এক জমি কারবারি। তার নাম ইরফান মুস্তাফা। বাড়ি সুভাষপল্লীর আহমেদনগর এলাকায়। এদিন সন্ধ্যায় বার্নপুরের রহমতনগরের চাষাপট্টি এলাকায় দুষ্কৃতীরা তার উপরে চড়াও হয়। তাকে উদ্ধার করে প্রথমে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে স্থানান্তর করা হয় দুর্গাপুরের মিশন হাসপাতালে। কেন এই ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

ভর সন্ধ্যায় বার্নপুরে দুষ্কৃতী হামলায় জখম জমি কারবারি
তাকে উদ্ধার করে প্রথমে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে স্থানান্তর করা হয় দুর্গাপুরের মিশন হাসপাতালে। কেন এই ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। 
Published By
							Arpita Majumder
							
							
							Durgapur Darpan
							
							
							



 
			 
			 
			 
			 
			