প্রধানমন্ত্রীর সভার দিনেই দুর্গাপুরের রাস্তায় নামল বিশাল ধস

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের নেহেরু স্টেডিয়ামে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ধস নামল ডিএসপি টাউনশিপের রাস্তায়। প্রবল দুর্যোগের মধ্যে এই ধসকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। ধস নিয়েও শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতোর।
ডিএসপি টাউনশিপের কনিষ্ক সেকেন্ডারি মোড়ে ধস নেমেছে। বছর দুয়েক আগে এই রাস্তাতেই নেমেছিল ধস। প্রধানমন্ত্রী আসার দিনে ফের সেই রাস্তাতেই ধস নামল। বিশাল গর্ত হয়ে গিয়েছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের শ্রমিকদের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা এবং ১৯ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তায় ধস নামায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
রাস্তায় ধস নামার এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে বিজেপির সাম্রাজ্যে পতনের ধস নেমেছে, কটাক্ষ জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। তিনি বলেন, “যারা পথশ্রী নিয়ে সমালোচনা করে তারা আজ চুপ কেন!” জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, “পাইপলাইন ও ড্রেনেজ সিস্টেমের কোনও ত্রুটি আছে। সেই জন্যই এই সমস্যা হয়েছে। এর উত্তর ডিএসপি কর্তৃপক্ষই দিতে পারবে। তৃণমূলের শুধু বিরোধিতা করাই কাজ।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

