দুর্গাপুর আদালত চত্বরে আইনজীবীদের শাসক দল বিরোধী কর্মসূচী

দুর্গাপুর আদালত চত্বরে আইনজীবীদের শাসক দল বিরোধী কর্মসূচী
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর আদালত চত্বরে আইনজীবীদের একাংশ শাসক দল বিরোধী কর্মসূচীতে সামিল হন। অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়নের দুর্গাপুর আদালত কমিটির পক্ষ থেকে এই কর্মসূচীর আয়োজন করা হয়। চাকরি প্রার্থীদের জন্য মামলা লড়ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুক্রবার হাইকোর্ট চত্বরে তাঁর অধীনে থাকা জুনিয়ার আইনজীবীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, পুলিশ দাঁড়িয়ে দেখে সব। বিকাশ রঞ্জন নিজে এসে জুনিয়রদের বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করেন। এমনই অভিযোগ তুলে এদিন অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের সদস্যরা মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


Highlight
দুর্গাপুর আদালত চত্বরে আইনজীবীদের শাসক দল বিরোধী কর্মসূচী
News
দুর্গাপুর আদালত চত্বরে আইনজীবীদের শাসক দল বিরোধী কর্মসূচী
:
শুক্রবার হাইকোর্ট চত্বরে তাঁর অধীনে থাকা জুনিয়ার আইনজীবীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, পুলিশ দাঁড়িয়ে দেখে সব। বিকাশ রঞ্জন নিজে এসে জুনিয়রদের বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করেন।
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo

আরও খবর

error: Content is protected !!