দুর্গাপুর: বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলার প্রতিবাদে রাাস্তায় নামলেন দুর্গাপুরের আইনজীবীরা। বুধবার দুপুরে দুর্গাপুর আদালতের আইনজীবীরা সিটি সেন্টার জুড়ে এই প্রতিবাদ মিছিলটি করেন। দ্রুত বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা হলে ফল ভাল হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। আইনজীবী তুষার গুপ্তা বলেন, “হিন্দুদের উপর বাংলাদেশ সরকার নির্মম অত্যাচার চালাচ্ছে। মহিলারা সুরক্ষিত নন। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপরও হামলা চালানো হয়েছে। হুঁশিয়ারি দেওয়া হচ্ছে গণপিটুনির। তা চরম নিন্দনীয়। প্রতিবাদে আমরা পথে নেমেছি।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।