দুর্গাপুর থেকে ব্রিগেডে গেলেন বহু বাম কর্মী-সমর্থক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি— সিপিএমের চারটি গণসংগঠন রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশের ডাক দিয়েছে। কৃষক, শ্রমিক-সহ প্রান্তিক অংশের মানুষের রুটি-রুজির প্রশ্নে এই সমাবেশ, এমনটাই দাবি সিপিএমের। বিভিন্ন জেলা থেকে দলীয় কর্মী, সমর্থকেরা কলকাতায় পৌঁছাবেন। এরপর শহরের বিভিন্ন দিক থেকে মোট সাতটি মিছিল ব্রিগেডে যাবে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এদিন সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মুচিপাড়া সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের সামনে থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা বাসে করে যাত্রা শুরু করেন। নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বিক্রম ব্যানার্জী সহ অন্যান্যরা। দুর্গাপুর স্টেশন থেকে অনেক বাম কর্মী-সমর্থককে ট্রেন ধরতেও দেখা যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )