বেহাল রাস্তার গর্তে ধানের চারা পুঁতে দুর্গাপুরে বামেদের বিক্ষোভ

বেহাল রাস্তার গর্তে ধানের চারা পুঁতে দুর্গাপুরে বামেদের বিক্ষোভ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কঙ্কালসার পিচ রাস্তা। খানা খন্দে ভরা। তার উপর দিয়েই কোনও রকমে হেলতে দুলতে চলছে বাস, টোটো, অটো। যে কোনও সময় উল্টে যাওয়ার ভয়। আতঙ্কে নিত্যযাত্রীরা। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরের ২৭ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে বিধাননগরের মিশন হাসপাতাল পর্যন্ত রাস্তার এমনই হাল। আবার শঙ্করপুর মোড়ে থেকে সেই রাস্তার সংযোগকারী অংশেরও একই হাল। 

ওই রাস্তা অবিলম্বে সংস্কারের দাবিতে বুধবার মিশন হাসপাতালের সামনের জরাজীর্ণ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করলেন সিপিএমের কর্মী সমর্থকরা। খানাখন্দে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, দুর্গাপুর নগর নিগমে দীর্ঘদিন নির্বাচন হয়নি। অপদার্থ প্রশাসকমন্ডলী কোনও কাজ করে না। নগর নিগমের ৪৩ টি ওয়ার্ডের একই অবস্থা। দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

সিপিএমের ২৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নয়ন রঞ্জন ঘোষ বলেন, “রাস্তা সংস্কার এক বছর আগে হয়েছিল। এক বছরের মধ্যে বেহাল রাস্তা। প্রতিদিন সাধারণ মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। সেই জন্যই আমরা বিক্ষোভে নামলাম। দ্রুত রাস্তা সংস্কার না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব।” যদিও, প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারির দাবি, বর্ষার জন্য এই সমস্যা। দ্রুত রাস্তা সংস্কার করা হবে। জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “বারে বারেই প্রমাণ হচ্ছে দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর ব্যর্থতা। দ্রুত নগর নিগমের নির্বাচনের দাবি করছি আমরা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
বেহাল রাস্তার গর্তে ধানের চারা পুঁতে দুর্গাপুরে বামেদের বিক্ষোভ
News
বেহাল রাস্তার গর্তে ধানের চারা পুঁতে দুর্গাপুরে বামেদের বিক্ষোভ
:
ওই রাস্তা অবিলম্বে সংস্কারের দাবিতে বুধবার মিশন হাসপাতালের সামনের জরাজীর্ণ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করলেন সিপিএমের কর্মী সমর্থকরা। খানাখন্দে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান তাঁরা।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!