দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে মঙ্গলবার সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে সিটি সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে বইয়ের জন্য হাঁটুন শীর্ষক পদযাত্রার আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত লাইব্রেরিতে বিভিন্ন ধরণের বই নিয়ে প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগারিক নির্মাল্য অধিকারী, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, সিটি সেন্ট্রাল লাইব্রেরির গ্রন্থাগারিক সুতপা ভুঁই, সমাজকর্মী সুদেব রায় প্রমুখ। পদযাত্রা শেষে জেলার শ্রেষ্ঠ পাঠককে সম্মানিত করা হয়। গুগলকখনও বইয়ের বিকল্প নয় বলে জানান জেলা গ্রন্থাগারিক নির্মাল্য অধিকারী।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।