কবে কোথায় কী অনুষ্ঠান/কর্মসূচী

কবে কোথায় কী অনুষ্ঠান/কর্মসূচী
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

কবে কোথায় কী অনুষ্ঠান/কর্মসূচী

১০ আগস্ট। মাঙ্গলিকের পার্বন সভাগৃহ। রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, বিনোদবিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেইজদের শিল্পকর্ম নিয়ে আলোচনা সভা। আলোচক শান্তিনিকেতনের কলাভবনের অবসরপ্রাপ্ত কিউরেটর সুশোভন অধিকারী। উদ্যোক্তা: দুর্গাপুর আম্রকুঞ্জ।

১১ আগস্ট। টাটা মোটরস এর শোরুম উদ্বোধন। ভিড়িঙ্গী। উদ্যোক্তা: ব্যানার্জি টাটা।

১২ আগস্ট। গ্রুপ হাউসিং ময়দান। বিকাল সাড়ে ৩টা। অনুপমা দেবী ও তপেশ চক্রবর্তী স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা। দ্বিতীয় সেমিফাইনাল। আই এন দিশারী সংঘ বনাম উখরা ফুটবল একাডেমি।

১৭ আগস্ট। নেতাজি ভবন। দুপুর ২টো। নেতাজি ভবন, এ-জোন। আইএমএফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়া ট্যুর ২০২৪-২৫।

(শুরু হল শহরের কোথায় কবে কী অনুষ্ঠান/কর্মসূচী রয়েছে তা আগাম জানিয়ে দেওয়ার জন্য বিশেষ বিভাগ। আপনাদের অনুষ্ঠান/কর্মসূচীর খবর সবার কাছে আগাম পৌঁছে দিতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। নম্বর- 9434312482)

error: Content is protected !!