পুত্রবধুর সঙ্গে তৃণমূল নেত্রীর এ কী সম্পর্ক? বাজারে উত্তেজিত জনতার মাঝে পড়তেই বিরাট ঘটনা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পুত্রবধুকে মাসের পর মাস ঘরে আটকে রেখে অত্যাচার করার অভিযোগ উঠেছে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কোকওভেন থানার নডিহার ঘটনা। খবর জানাজানি হতেই শ্যামপুর বাজারে প্রকাশ্যে রাস্তায় উত্তেজিত জনতা তাকে টেনে হিঁচড়ে টোটো থেকে নামিয়ে বিক্ষোভ শুরু করে দেন। পুলিশ তাকে উদ্ধার করার চেষ্টা করলে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ক্ষোভ জানাতে থাকেন তাঁরা। ধস্তাধস্তির মাঝে শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত তৃণমূল নেত্রীর নাম মীনা দত্ত। তার পুত্রবধূকেও থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
ঘটনার সূত্রপাত প্রায় ৯ মাস আগে। নডিহা এলাকার মীনা দত্তের ছেলের বিয়ে হয়েছিল বহরমপুরের এক তরুণীর সঙ্গে। অভিযোগ বিয়ের পর থেকেই মীনা ও তার ছেলে তরুণীকে ঘরে আটকে রেখে মারধর করত। তাঁকে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হত না। কাউকে কিছু জানালে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হত। শনিবার মীনা বাজার করতে বেরোলে লুকিয়ে তার পুত্রবধূ পাঁচিল টপকে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন এবং স্থানীয়দের সব জানিয়ে দেন। তরুণীর অভিযোগ, মীনার ছেলে মোট ১২টা বিয়ে করেছে। পার্টির প্রভাব দেখিয়ে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মীনা বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তা আটকান স্থানীয়রা। টোটো থেকে টেনে নামিয়ে তাকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে তৃণমূলের ওই স্থানীয় নেত্রীকে উদ্ধারের চেষ্টা করলে তাকে পুলিশে গাড়ি থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। শুরু হয় ধস্তাধস্তি। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সামাল দেয় পরিস্থিতি। উত্তেজিত জনতার হাত থেকে কোনওক্রমে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। নিজেকে তৃণমূল নেত্রী বলে দাবি করলেও তার বিরুদ্ধো তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে মীনা। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

