ভয়াবহ দৃশ্য দেখে আঁতকে উঠলেন স্থানীয়রা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গাছের ডাল থেকে ঝুলছে দড়ি পেঁচানো দেহ। নীচে পড়ে ইঞ্জেকশনের সিরিঞ্জ ও ব্যাগ। সোমবার বিকেলে এমন হাড়হিম করা দৃশ্য দেখে আঁতকে উঠলেন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিওজিএল প্লান্ট সাইডের বাসিন্দারা। নিউ টাউনশিপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত যুবকের নাম রাহুল সিং (২৬)। বাড়ি দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের ভগৎ সিং সংলগ্ন ভগত সিং কলোনি এলাকায়।
স্থানীয়দের দাবি, অন্যান্য দিনের মতো রবিবারও দুর্গাপুরের একটি বেসরকারি ইস্পাত কারখানায় কাজে গিয়েছিল। সেখান থেকে সকালে কাজ সেরে বাড়ি ফেরে। এরপর আবার বাড়ি থেকে বেরিয়ে যায়। সোমবার বিকাল সাড়ে তিনটের সময় স্থানীয়রা তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। আত্মীয়রা জানান, পা ভাঙা। তাছাড়া পায়ে চটি পরে গাছে উঠবে কী করে? তাঁদের অভিযোগ, রাহুলকে খুন করা হয়েছে। উপযুক্ত তদন্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে ইনজেকশনের সিরিঞ্জ ও একটি ব্যাগ। মৃত যুবকের মামা বচ্চন সিংয়ের অভিযোগ, “এলাকার খুব ভাল ছেলে ছিল রাহুল। রাহুলের একটি পা ভাঙা। তারপরেও কীভাবে সে দুটি দড়ি গলায় প্যাঁচানো অবস্থায় ঝুলতে পারে? নিশ্চয়ই খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি করব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

