পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে লরি দুর্ঘটনা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মালবোঝাই একটি লরি দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগরের বিরুডিয়া এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, লরিটি পানাগর থেকে পাটনার দিকে যাচ্ছিল। হঠাৎ করে সামনে একটি গাড়ি ব্রেক কষে। কারণ একটি রাজনৈতিক কর্মসূচীর জন্য পথ অবরোধ করা হয়েছিল। আচমকা সেই গাড়িটিকে সামলাতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় লরিটি এবং ঘটে দুর্ঘটনা।
Rakhi Combo Package: 1 Fridge Magnet, 2 Premium Rakhis, 1 Best Wishes Greeting Card. You can Buy here: https://amzn.to/3Uenhjh
যদিও বড়সড় বিপদের আশঙ্কা থাকলেও লরির চালক সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় কাকসা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের এমার্জেন্সি গাড়ি। দুর্ঘটনার ফলে সাময়িকভাবে যান চলাচলে প্রভাব পড়লেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
