দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ আগস্ট ২০২৪: দেশ জুড়ে আবার বাড়ল রান্নার গ্যাসের দাম। লোকসভা নির্বাচনের মাঝে কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। স্বস্তি পেয়েছিলেন ছোট ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকরা। কিন্তু ভোট মেটার পরে জুলাই শেষ হতেই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি।
দেশের চারটি মেট্রো শহরেই দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। বৃহস্পতিবার থেকে দাম বেড়েছে সাড়ে ৮ টাকা পর্যন্ত। দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬৪৬ টাকা থেকে বেড়ে ১৬৫২.৫০ টাকা হয়েছে।মুম্বাইয়ে সিলিন্ডারের দাম ৭ টাকা বেড়ে ১৬০৫ টাকা হয়েছে যা আগে ছিল ১৫৯৮ টাকা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
চেন্নাইতে দাম বেড়ে ১৮০৯.৫০ টাকা হয়েছে ১৮১৭ টাকা। কলকাতায় ১৭৫৬ টাকায় পাওয়া যেত সিলিন্ডার। এবার থেকে তা বেড়ে হল ১৭৬৪.৫০ টাকা। এই দাম বৃদ্ধির ফলে হোটেল-রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসে সমস্যা বাড়বে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানোর দরুণ জিনিসপত্রের দামও বাড়ার আশঙ্কা থাকছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।