মহুয়া-পিনাকী নিয়ে গুগলে দিনভর সার্চ!

দুর্গাপুর দর্পণ ডেস্ক: গত ৩০ মে জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ ৬৫ বছরের পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ৫১ বছরের মহুয়া মৈত্র। ২০০৯ সালে জেপি মর্গ্যানের চাকরি ছেড়ে এসে কংগ্রেসে যোগ দেন মহুয়া। পরের বছর তিনি যোগ দেন তৃণমূলে। ২০১৬ সালে করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক হন। ২০১৯ এবং ২০২৪ সালে পর পর দু’বার কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হন মহুয়া। পিনাকী ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে সাংসদ হন পুরী থেকে। পরে তিনি কংগ্রেস ছেড়ে বিজু জনতা দলে (বিজেডি) যোগ দেন। বিজেডি-র হয়ে ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে পুরী থেকে সাংসদ হন। ২০২৪ সালে তাঁকে টিকিট দেয়নি দল। তিনি পেশায় আইনজীবী। মহুয়া-পিনাকী নিয়ে আজ গুগলে দিনভর সার্চ করে চলেছেন নেট নাগরিকেরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )