দুর্গাপুর দর্পণ, ১০ জুন ২০২৪: পাড়ার ভিতরের রাস্তা দিয়ে হাটছেন বয়স্ক মহিলা। নিমেষে বাইকে করে এসে গলার সোনার হার ছিঁড়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। এই ঘটনা পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরে হামেশাই ঘটে থাকে। অনেক সময় টানাটানিতে মহিলা জখম হওয়ার ঘটনাও ঘটে। দীর্ঘদিন ধরেই পুলিশ সেই দুষ্কৃতীদের খোঁজে তদন্ত চালাচ্ছে। অবশেষে মিলল সাফল্য।
দুর্গাপুর থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে, বিভিন্ন জায়গায় নাকা চেকিং করেও পাকড়াও করতে পারছিল না দুষ্কৃতীদের। তবে বিভিন্ন সূত্রে তথ্য জোগাড়ের কাজ করছিল পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ নিশ্চিত হয়, ঝাড়খণ্ডের একটি দুষ্কৃতী চক্র রয়েছে এর পিছনে। উঠে আসে সোনার চেন ছিনতাইয়ের মূল চক্রী ইনসাফ আনসারির নাম। ঝাড়খণ্ডের একাধিক থানায় যার নামে রয়েছে অপরাধ মূলক কাজের অভিযোগ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রবিবার রাতে ঝাড়খন্ড পুলিশের সহযোগিতায় ঝাড়খণ্ডের গিরিডি এলাকা থেকে ইনসাফ আনসারিকে গ্রেফতার করে আনে দুর্গাপুর থানার পুলিশ। সোমবার পুলিশ হেফাজত চেয়ে ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ৮দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে জেরা করে তার সঙ্গে আর কারা জড়িত, চুরি যাওয়া গয়না উদ্ধারের চেষ্টা চালাবে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।