ধনতেরাস ও দীপাবলীতে দুর্গাপুরের মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শোরুমে মিলবে বিশেষ ছাড়

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে প্রথম শোরুম খুলল মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। দুর্গাপুরের সিটি সেন্টারে গড়ে ওঠা এই শোরুমটি পশ্চিমবঙ্গে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের পঞ্চম শোরুম। নতুন শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী রুক্মিণী মৈত্র। পূর্ব ভারতে এটি সংস্থার ১৪তম আউটলেট। এই নতুন শোরুমে সোনা, হীরা, প্ল্যাটিনাম, রত্নপাথর এবং রুপোর গয়নার বিস্তৃত সম্ভার রয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ধনতেরাস এবং দীপাবলি উপলক্ষে সংস্থা সোনা, মূল্যবান পাথর এবং আনকাট ডায়মন্ড গয়না তৈরির চার্জে ৩০% পর্যন্ত এবং ডায়মন্ড মূল্যের উপর ৩০% পর্যন্ত ছাড় দেবে। এছাড়া SBI ক্রেডিট কার্ডে ২৫০০ টাকা ক্যাশব্যাক অফার করছে। মালাবার গ্রুপের চেয়ারম্যান এমপি আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য এমন অলংকার তৈরি করা যা কালজয়ী সৌন্দর্য এবং উন্নত কারুশিল্পকে প্রতিফলিত করে। গুণমান, বিশ্বাস এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি আমরা প্রতিশ্রুতি বদ্ধ।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )