বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে দেউলে বনভোজন করল মলানদিঘী ফাঁড়ির পুলিশ

দুর্গাপুর: ওরাও কারওর বাবা, কারওর মা। ওদেরও ইচ্ছা করে সন্তানদের কাছ থেকে স্নেহ, ভালোবাসা পাওয়ার। কিন্তু ওদের ঠিকানা বৃদ্ধাশ্রম। রবিবার কাঁকসার আড়ার বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিল কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশ কর্মীরা। তাঁদের নিয়ে কাঁকসার দেউলের উন্মুক্ত পরিবেশে আয়োজন করা হল বনভোজনের। তাদের দেখানো হল হরিণ, ময়ূর সহ নানা জীবজন্তু। প্রাণ ভরে হাসি আনন্দে মেতে উঠতে দেখা গেল তাঁদের।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এদিনর এই কর্মসূচীর নেতৃত্বে ছিলেন মলানদিঘী ফাঁড়ির ইনচার্জ অতনু দাস। আবাসিকদের সুখ দুঃখের কথা শুনলেন পুলিশ আধিকারিকরা। দুপুরের মেনুতে ছিল হরেক রকমের খাবার। তৃপ্তি করে খেলেন তাঁরা। যারা খেতে পারল না তাদের খাইয়েও দিতে দেখা গেল পুলিশ ফাঁড়ির কর্মীদের। সব মিলিয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকদের দিনটি কাটল দারুণ আনন্দ করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
