দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ মার্চ ২০২৪: দু’দিনের বঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১০টা ২০ নাগাদ প্রধানমন্ত্রীকে নিয়ে বিমান নামে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আসেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিমানবন্দর। পুলিশ কুকুর দিয়ে চলে নজরদারি। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী বায়ুসেনার হেলিকপ্টারে করে ঝাড়খণ্ডের সিন্ধ্রির উদ্দেশ্যে রওনা দেন ১০টা ৩৮নাগাদ। সেখান থেকে ফের বায়ুসেনার হেলিকপ্টারে করেই হুগলির আরামবাগে জনসভায় যোগ দেবেন। (Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সেখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। জনসভা শেষ করে বায়ুসেনার হেলিকপ্টারে করে রাজভবনে পৌঁছাবেন। সেখানেই শুক্রবার রাত্রিযাপন করবেন। শনিবার সেখান থেকে কৃষ্ণনগরের জনসভায় যোগ দেবেন। সেখানে জনসভা শেষ হলে পানাগড় বায়ুসেনা ছাউনিতে ফিরবেন হেলিকপ্টারে। এরপর সেখান থেকে বিমানে দিল্লি যাবেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।