দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দোকান সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। প্রতিবাদে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের মামরা বাজারের ব্যবসায়ীরা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। কিছুদিন আগে মামড়া বাজারে সরকারি জায়গা দখল করে থাকা দোকানের সামনের অংশ ভেঙে দেওয়া হয়। ফের বৃহস্পতিবার এডিডিএ উচ্ছেদ নোটিশ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এদিন সকাল থেকে এডিডিএ ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এক ব্যবসায়ী চঞ্চল হালদার বলেন, “দীর্ঘদিন ধরে ওই এলাকাতেই ব্যবসা করছি। কিছুদিন আগে দোকানের সামনের জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। আমরা ছেড়ে দিয়েছি। এখন আবার দোকান ভেঙে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। আমরা অসহায়। রুটি রুজি শেষ হয়ে যাবে। পুনর্বাসন বা সরকারি মূল্য নিয়ে জমি আমাদের নামে করে দেওয়ার ব্যবস্থা করা হোক।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।