আবারও দুর্গাপুর! পৌঢ়ের লালসার শিকার ৯ বছরের নাবালিকা!

ভয়ানক ঘটনা শহরে!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মা-বাবা ভরসা করে একরত্তি মেয়েকে প্রতিবেশী পৌঢ়ের কাছে রেখে কাজে বেরিয়েছিলেন। সেই নয় বছরের নাবালিকার উপরেই অত্যাচার চালাল সে। সোমবার রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে ঘটনাটি ঘটে। পুলিশ অভিযুক্ত ৫২ বছরের নিমাই গড়াইকে গ্রেফতার করেছে। ধৃতকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পকশো আইনে পেশ করে পুলিশ। বিচারক জামিন না মঞ্জুর করে ৩ দিনের জন্য জেল হাজতে পাঠাবার নির্দেশ দেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীর গণধর্ষণের অভিযোগে সরগরম শিল্পশহর। সেই সময়েই শহরে ঘটে গেল আরও একটি নারকীয় ঘটনা। বাবা-মা বাড়ি ফিরে দেখেন, নাবালিকা অসুস্থ হয়ে পড়েছে। জানা যায়, মদ্যপ অবস্থায় অভিযুক্ত তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। থানায় বিষয়টি জানান তাঁরা। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ১৬ অক্টোবর ফের তাকে আদালতে পেশ করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )