দশমীর সন্ধ্যায় দুর্গাপুরে স্বেচ্ছাসেবকের চরম দাদাগিরি দেখে স্তম্ভিত দর্শনার্থীরা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: রাস্তায় ফেলে একজনকে বেধড়ক মারধর করছে এক স্বেচ্ছাসেবক। ভিডিওয় দেখা যাচ্ছে, একজন সিভিক ভলেন্টিয়ারের সামনেই রাজ্য সরকারের ওই অস্থায়ী স্বেচ্ছাসেবক এক ব্যক্তিকে কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রাস্তায় ফেলে মারধর করছে। অকথ্য ভাষায় গালিগালাজও করছে। সিভিক ভলেন্টিয়ার আটকাতে গেলে তাকেও গালাগালি করছে। 

দশমীর সন্ধ্যায় মার্কনী সংলগ্ন চন্ডীদাসে এক দর্শনার্থীর সঙ্গে রাজ্য সরকারের অস্থায়ী স্বেচ্ছাসেবকদের এই দাদাগিরি দেখে কেউ অবাক হয়ে যান, কেউ আবার আতঙ্কিত হয়ে পড়েন। তবে সবার প্রশ্ন, এত সাহস একজন অস্থায়ী স্বেচ্ছাসেবকের হয় কী করে? সিভিক ভলেন্টিয়ারের সঙ্গেও সে দুর্ব্যবহার করার সাহস কোথা থেকে পায়? পুলিশ কেন ওই স্বেচ্ছাসেবককে বিরুদ্ধে ঘটনার পরেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিল না? 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে যায় এলাকা জুড়ে। প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়ে। জানা গিয়েছে, ওই ব্যক্তি অটো নিয়ে চন্ডীদাস রোটারির পাশে দাঁড় করিয়েছিলেন। তখন ওই স্বেচ্ছাসেবকের সাথে বচসা হয়। পরে ওই ব্যক্তি অটো থেকে নেমে যেতে গেলে মারধর শুরু করে দেয় স্বেচ্ছাসেবক। হাজার হাজার দর্শনার্থী ঠাকুর দেখতে যাচ্ছেন। তার মাঝে একজন স্বেচ্ছাসেবকের এমন কীর্তি নিয়ে সরব হয়েছেন অনেকেই। যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, “বিষয়টি খতিয়ে দেখে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

দশমীর সন্ধ্যায় দুর্গাপুরে স্বেচ্ছাসেবকের চরম দাদাগিরি দেখে স্তম্ভিত দর্শনার্থীরা
দশমীর সন্ধ্যায় দুর্গাপুরে স্বেচ্ছাসেবকের চরম দাদাগিরি দেখে স্তম্ভিত দর্শনার্থীরা
দশমীর সন্ধ্যায় মার্কনী সংলগ্ন চন্ডীদাসে এক দর্শনার্থীর সঙ্গে রাজ্য সরকারের অস্থায়ী স্বেচ্ছাসেবকদের এই দাদাগিরি দেখে কেউ অবাক হয়ে যান, কেউ আবার আতঙ্কিত হয়ে পড়েন।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!