দুর্গাপুর দর্পণ, অন্ডাল: মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডাল থানার উখড়ার শঙ্করপুর রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত প্রৌঢ়ের নাম কৃষ্ণ বার্নওয়াল (৬০)। বাড়ি অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েতের ময়রা এলাকায়।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। দেহ উদ্ধার করে রেল পুলিশ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দা কাজল সেন জানান, রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গিয়েছে, উনি কানে কম শুনতেন। রেল লাইনের দুই পাশ না দেখে ফোনে কথা বলতে বলতে রেললাইন পেরোচ্ছিলেন। সেই সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।