মর্মান্তিক! বিশ্বকর্মা পুজোর আগের দিন নিজের ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মালিকের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসা থানার কৃষ্ণপুর এলাকায় বুধবার ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। নিজের ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মালিক বিশ্বজিৎ মণ্ডলের (৪৬)। তিনি কাঁকসা ব্লকের বিদবিহার গ্রাম পঞ্চায়েতের কাজলাডিহি এলাকার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চালকের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বজিৎ মণ্ডল ও তরুণ দত্ত ওই ডাম্পারের যৌথ মালিক ছিলেন। বিশ্বকর্মা পুজোর আগে বুধবার সকালে ডাম্পারটি পুজোর জন্য পরিষ্কার করতে বিশ্বজিৎবাবু শিবপুর ঘাটে নিয়ে যান। নদীর জলে ডাম্পার ধোয়া হয়ে গেলে তিনি খালাসিকে ডাম্পার চালাতে বলেন এবং নিজে বাইক নিয়ে সামনে চলছিলেন। কৃষ্ণপুর এলাকায় খালাসি নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বজিৎবাবুর বাইকের পেছনে ধাক্কা মারে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ডাম্পারের ধাক্কায় বাইক থেকে ছিটকে তিনি রাস্তায় পড়ে যান। মুহূর্তের মধ্যে ডাম্পারের চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ডাম্পার ফেলে পালিয়ে যায় চালক। পুলিশ ডাম্পার ও বাইকটি বাজেয়াপ্ত করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
