এসডিও অফিসে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি

এসডিও অফিসে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার থেকে বেআইনি টোটো বন্ধের দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর মহকুমায় মিনিবাস ধর্মঘট চলছে। ধর্মঘট করছে অটো চালকরাও। এর ফলে সাধারণ মানুষ, শ্রমিক, ছাত্রছাত্রী, মহিলা, বৃদ্ধ বৃদ্ধা থেকে অসুস্থ রোগী সবাই অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অথচ প্রশাসন নির্বিকার। এই অভিযোগ তুলে অবিলম্বে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়ে বুধবার মহকুমা শাসকের দফতর অভিযান কর্মসূচি নেয় কংগ্রেস।

বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে।কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের হাতাহাতি, ধস্তাধস্তি হয়। কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। দেবেশ চক্রবর্তী নেতৃত্বে মিছিল দুর্গাপুর মহকুমাশাসকের দফতরের ভেতরে জোর করে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। তখনই ব্যারিকেড ফেলে দিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় কংগ্রেস কর্মীদের। যদিও শেষ পর্যন্ত তাঁরা মহকুমাশাসকের দফতরের ভেতর ঢুকে পড়েন।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

সেখানে বসে পড়েন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। পুলিশ অবরোধকারীদের তুলতে গেলে ফের শুরু হয় ধস্তাধস্তি। সেই ধস্তাধস্তির জেরে পড়ে যান দেবেশ চক্রবর্তী। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। কংগ্রেসের এক কর্মীকে আটক করে পুলিশ। দেবেশ চক্রবর্তী বলেন, “আমরা অটো এবং মিনিবাস কর্মচারীদের দাবিকে সমর্থন জানিয়ে মিছিল করে স্মারকলিপি জমা দিতে এসেছিলাম। আমাদের বাধা দেয় পুলিশ। টানা হেঁচড়া করে।” পাল্টা জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “সরকারি অফিসের ভেতর এইভাবে ঢুকে যাওয়া উচিত হয়নি। পুলিশকে না জানিয়ে এই কাণ্ড বাঞ্চনীয় নয়। আমরা এর বিরোধিতা করছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
এসডিও অফিসে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি
News
এসডিও অফিসে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি
:
তখনই ব্যারিকেড ফেলে দিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় কংগ্রেস কর্মীদের। যদিও শেষ পর্যন্ত তাঁরা মহকুমাশাসকের দফতরের ভেতর ঢুকে পড়েন।
Published By
error: Content is protected !!