স্টিল পার্ক মোড় থেকে আলিঙ্গন পর্যন্ত ম্যাস্টিক রোড

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ২৬নং ওয়ার্ডের স্টিল পার্ক মোড় থেকে আলিঙ্গন পর্যন্ত রাস্তার কাজের সূচনা হল সোমবার। কাজের সূচনা করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রশাসকমন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, রাখি তিওয়ারি এবং ধর্মেন্দ্র যাদব। দীপঙ্কর জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল হয়ে ছিল। নগর নিগম ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয় করে ১.২৫ রাস্তাটি ম্যাস্টিক রোড করার সিদ্ধান্ত নিয়েছে। রাস্তার কাজ শেষ হলে যাতায়াতেরও সুবিধা হবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
Highlight

News
স্টিল পার্ক মোড় থেকে আলিঙ্গন পর্যন্ত ম্যাস্টিক রোড
:দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল হয়ে ছিল। নগর নিগম ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয় করে ১.২৫ রাস্তাটি ম্যাস্টিক রোড করার সিদ্ধান্ত নিয়েছে। রাস্তার কাজ শেষ হলে যাতায়াতেরও সুবিধা হবে।
Published By
Arpita Majumder