দুর্গাপুর: বাংলা বোর্ড, সিবিএসই, আইসিএসই বোর্ডের মোট ১৬৪টি স্কুলের পড়ুয়াদের নিয়ে পশ্চিম বর্ধমান জেলা বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে দুর্গাপুরে। সুরেন চন্দ্ৰ মডার্ন স্কুল এই প্রদর্শনী ও প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে রয়েছে। স্কুলের কর্নধার সুশান্ত পোদ্দার জানান, ৩-৫ অক্টোবর, তিন দিন ধরে এই কর্মসূচী আয়োজিত হবে ডিএসপি স্টিল টাউনশিপের নেতাজী ভবনে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
প্রতিদিন বিভিন্ন স্কুলের দেড় হাজার পড়ুয়া উপস্থিত থাকবে। ক্লাস অনুযায়ী বিভিন্ন স্তরে প্রদর্শনী ও প্রতিযোগীতার আয়োজন করা হবে। প্রথম পুরস্কার ২৫ হাজার, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার ও তৃতীয় পুরস্কার হিসাবে ১০ হাজার টাকা প্রদান করা হবে। বিভিন্ন বেসরকারি ও সরকারি ইংরাজি ও বাংলা মাধ্যমের স্কুলগুলি অংশ নিচ্ছে। বিজ্ঞান শিক্ষার প্রসারের লক্ষ্যে এই কর্মসূচী নেওয়া হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।