বর্ষায় মেঘমল্লারের আয়োজন, ‘ছায়া ঘনাইছে বনে বনে’

বর্ষায় মেঘমল্লারের আয়োজন, ‘ছায়া ঘনাইছে বনে বনে’
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত ১৩ জুলাই সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ‘বনলতা’ সভাকক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা ঋতুর মনোমুগ্ধকর গানের অনুষ্ঠানের আয়োজন করে মেঘমল্লার সংস্থা। সঙ্গীতে অংশগ্রহণ করেন বুদ্ধদেব সেনগুপ্ত, আনন্দিতা রায়, ঋতুকণা ভৌমিক, পর্না মুখোপাধ্যায়, কুমকুম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা দাস জানা, দীনবন্ধু বালিয়াল, সোমনাথ বন্দ্যোপাধ্যায়, ডঃ পার্থ সেনগুপ্ত প্রমুখ ১১ জন শিল্পী।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

যন্ত্রসঙ্গীতে সহযোগিতায় ছিলেন বুদ্ধদেব দাস, সুতনু সরকার, প্রদীপ প্রামাণিক এবং বিশ্বায়ন রায়। সমগ্র অনুষ্ঠানে গ্রন্থিকের দায়িত্ব পালন করেন দেবদাস সেন, হৃদয় সাঁই, কাকলি সেন এবং জয়িতা সাঁই। অনুষ্ঠানের পরিকল্পনার কৃতিত্ব পর্ণা মুখোপাধ্যায়ের। রূপায়নের দায়িত্বে ছিলেন রূপক দাস। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত শিল্পীকে স্মারক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ আরও অনেকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
বর্ষায় মেঘমল্লারের আয়োজন, 'ছায়া ঘনাইছে বনে বনে'
News
বর্ষায় মেঘমল্লারের আয়োজন, 'ছায়া ঘনাইছে বনে বনে'
:
দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ‘বনলতা’ সভাকক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা ঋতুর মনোমুগ্ধকর গানের অনুষ্ঠানের আয়োজন করে মেঘমল্লার সংস্থা।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!