বহুতল ও বাণিজ্যিক ভবনে ভূগর্ভস্থ জল তোলা বন্ধ করার দাবিতে স্মারকলিপি
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গোপালমাঠের উত্তরদিকে অনেক বহুতল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সেই সব ভবনে লাগাতার অবৈধভাবে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে। ফলে এলাকার জলস্তর নেমে যাচ্ছে। কুয়োয় জল পাওয়া যাচ্ছে না। প্রতিবাদে ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে শুক্রবার নগর নিগমে এবং মহকুমাশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান কমিটির প্রতিনিধিরা। প্রশাসন অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

বহুতল ও বাণিজ্যিক ভবনে ভূগর্ভস্থ জল তোলা বন্ধ করার দাবিতে স্মারকলিপি
প্রতিবাদে ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে শুক্রবার নগর নিগমে এবং মহকুমাশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান কমিটির প্রতিনিধিরা।
Published By
Arpita Majumder
Durgapur Darpan



